আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। ২০২৫ সালে হাওড়া জেলার উলুবেড়িয়া – ১ ব্লকের অধীনে পরীক্ষার মোট সাতটি ভেনু রয়েছে। এই সাতটি ভেনুর মধ্যে তিনটি প্রধান এবং চারটি উপ ভেনু অন্তর্ভুক্ত। মোট ৩০৩৮ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন, তবে পরীক্ষায় উপস্থিত হয়েছেন ৩০০২ জন।
উলুবেড়িয়া – ১ ব্লকের বিডিও সাহেব, এইচ এম রিয়াজুল হক মহাশয়, সমস্ত ভেনু পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন এম ডি ফিরোজ। বিডিও সাহেব পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। তিনি জানতে চান, অভিভাবকদের কি কোনও অসুবিধা হয়েছে কি না।
পরীক্ষার্থীদের জন্য পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয় খড়িয়া ময়নাপুর হাই স্কুলে। এছাড়াও, কাশমূল হাই স্কুলে পরীক্ষা শুরু হওয়ার আগেই বিদ্যুৎ চলে যায় কয়েক মিনিটের জন্য। এর ফলে বিডিও সাহেব এস এম উলুবেড়িয়া এর সঙ্গে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।
বিডিও সাহেব এবং প্রশাসন পরীক্ষার্থীদের ও অভিভাবকদের সর্বদা পাশে থাকার আশ্বাস দেন। তারা নিশ্চিত করেন যে, কোন সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা থাকবে।