প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট পরিদর্শনে উলুবেড়িয়া-1 এর বিডিও এইচ এম রিয়াজুল হক
উলুবেড়িয়া, ২১ মে: উলুবেড়িয়া-1 ব্লকের কালীনগরে অবস্থিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট আজ পরিদর্শন করলেন ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) এইচ এম রিয়াজুল হক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক ইঞ্জিনিয়ার কৌশিক দাস….