হিরাপুরে সেচের খাল সংস্কারে কৃষিতে আশার আলো — পরিদর্শনে বিডিও রিয়াজুল হক
উলুবেড়িয়া, ২৬ এপ্রিল: উলুবেড়িয়া-১ নম্বর ব্লকের হিরাপুর গ্রাম পঞ্চায়েতে আজ সেচের খাল সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করলেন বিডিও এইচ. এম. রিয়াজুল হক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক ইঞ্জিনিয়ার অমরনাথ গুড়িয়া….










